মঠবাড়িয়ায় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুড়বাড়িয়া গ্রামের সিকদার বাড়িসহ ৪ সংখ্যালঘু পরিবারের পানের বরজ ও খড়ের গাদায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে এ  অগ্নিসংযোগের ঘটনায় সংখ্যালঘু অধ্যষিত ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মঙ্গলবার কৃষক অমল সিকদার মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে সংখ্যালঘু কৃষক নগেন চন্দ্র হালদার, অশীত মণ্ডল, অমল সিকদার ও শ্যামল সিকদারের পানের বরজ ও খড়ের গাদায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে নগেন চন্দ্র হালদারের ৩৩ শতাংশ ও অশীত মণ্ডলের ১৩ শতাংশ জমির পানের বরজের আংশিক আগুনে পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অমল সিকদার জানান, সাম্প্রদায়িক একটি শক্তি সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম মোল্লা জানান, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিরোধীদলীয় কিছু সন্ত্রাসী এ ধরণের অগ্নিসংযোগ করে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পাঁয়তারা চালাচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ জানান, দুর্বৃত্তরা এ ধরণের নাশকতা সৃষ্টি করে তার ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে এ গ্রামের আনাচে কানাচে গাঁজা সেবনকারী বখাটে যুবকদের ও দুর্বৃত্তদের আনাগোনা বাড়ছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সংবাদ পেয়ে সরেজমিনে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যায় যায় দিন, ২৪ ফেব্রুয়ারি, ২০১০

No comments:

Post a Comment