ময়মনমসিংহ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে উপজেলার আছিম বাজারের কালি মন্দিরে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, গভীর রাতে দুর্বৃত্তরা আছিম বাজারের কালি মন্দিরে ঢুকে মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করে চলে যায়।
তিনি বলেন, “জামায়ত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার করেনি পুলিশ।
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর তা প্রত্যাখান করে সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় তার দল জামায়াতে ইসলামী। পুলিশ ও সরকারি স্থাপনার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাংচুর চালায় তারা।
এই প্রেক্ষাপটে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হাই কোর্ট একটি রুলও জারি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment