বাগেরহাট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি সার্বজনীন মন্দিরে প্রতিমা ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
বুধবার ভোরে উত্তর গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে কারা এই হামলা চালিযেছে তা মন্দির কমিটি কিংবা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় গ্রামের গোপালপুর সার্বজনীণ মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়। পরদিন (১ মার্চ) একই উপজেলার বনগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার বাড়িতে এবং রামচন্দ্রপুর ইউনিয়নে একটি পূজা মন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা।
কচুয়া থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা কালী মন্দিরের দেবী ও মহিষাসুরের মাথা ভেঙ্গে ফেলে এবং মহিষাসুরের মাথা পুড়িয়ে দেয়। কার্তিক প্রতিমাটি উল্টে ফেলে এবং গণেশের গলা ভেঙ্গে দেয়।
এছাড়া তারা মন্দিরের বেড়ায়ও আগুন দেয়। পরে আশপাশের লোকজন খবর পেয়ে আগুন নেভায়।
উত্তর গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি পুলিন বিহারী পাইক বলেন, ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরে হামলা চালায়।
পাশের বাড়ির সুশান্ত পাইক বাইরে এলে আগুন দেখে লোকজনকে ডাকেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment