নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার রাতে হিন্দুদের তিনটি দোকান আগুনে পুড়ে গেছে।
ঘটনায় জামায়াত-শিবির জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।
ব্রাহ্মনদী ইউনিয়নের মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের পাশে ব্রাহ্মনদী বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্র চন্দ্র দে সাংবাদিকদের জানান, রেলের জমি লিজ নিয়ে এখানে একসঙ্গে পাঁচটি দোকান গড়ে তোলা হয়েছিল।
রবীন্দ্র তার নিজের দোকানটি ভাড়া দিয়েছেন। তার দোকানের পাশেই রয়েছে তারেক মুখার্জীর ওষুধের দোকান এবং বিমল মুখার্জীর মুদি ও ফোন-ফ্যাক্সের দোকান। এছাড়া মার্কেটের অন্য দুটি দোকানের মালিক সুরুজ মিয়া ও হযরত আলী।
রবীন্দ্র জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যার যার বাসায় চলে যান। রাত দেড়টার দিকে তারা মোবাইল ফোনে আগুনের খবর পান।
কাঞ্চন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আয়নুল হক ও আসগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক সারিতে ৫টি দোকান থাকলেও হিন্দু পরিবারের তিনটি দোকানেই আগুন লেগে পুড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাশকতার অভিযোগ উড়িয়ে না দিয়ে বলেন, শুধু হিন্দু সম্প্রদায়ের দোকানগুলোতে আগুন লাগার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
“জামায়াত-শিবিরকর্মীদের তাণ্ডবের বিষয়টি মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment