নেত্রকোনায় প্রতিমা ভাংচুর


নেত্রকোনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা সদর উপজেলার পল্লীতে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
নেত্রকোনা সদর উপজেলার এক গ্রামে মুসলিম দুর্বৃত্তরা হরি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে
ধ্বংসপ্রাপ্ত প্রতিমার কয়েকটি

সোমবার রাতের কোনো এক সময় বোবাহলা গ্রামের হরিমন্দিরের এ ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের মিঠুন চন্দের বাড়ির সামনের বারোয়ারি এ হরিমন্দিরের তালা ভেঙে দুস্কৃতকারীরা প্রতিমা ভাংচুর করে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।

মন্দিরের সেবায়েত মিঠুন চন্দ জানান, দুর্বৃত্তরা রাধা, গোবিন্দ ও পঞ্চতত্বের সাতটি প্রতিমা ভাংচুর করে। প্রতিটি প্রতিমা ভেঙে কয়েক টুকরো করে ফেলা হয়।

মঙ্গলবার সকালে মন্দির কমিটির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক কেশব রঞ্জন সরকার ও সদর উপজেলা কমিটির সম্পাদক পঙ্কজ কুমার সাহা রায় সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত ২৮ ফেব্রুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা হয়। পুলিশের অভিযোগ, যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী একটি মহল পরিকল্পিতভাবে এ সাম্প্রদায়িক তাণ্ডব চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment