সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর
সিরাজদিখান, মুন্সীগঞ্জ /এস:

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও গ্রামের কালী মন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। এ দিয়ে গত ১০ দিনের ব্যবধানে মুন্সীগঞ্জের   দ’ইটি উপজেলা এলাকায় ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলো। পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ জানায়, সিরাজদিখান থানার জৈনসার ইউনিয়নের শাসনগাঁও গ্রামের কালী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা গত মঙ্গলবার রাত ১২টায় পূজা আররম্ভ করে রাত ৪ টায় শেষ করেন। পরের দিন বৃহস্পতিবার  রাত ১০টার সময় ওই গ্রামের পরিমল মন্ডল ও রতন ঢালী বাজার থেকে ফেরার সময় মন্দিরে প্রতিমা দেখতে গেলে কালী প্রতিমা, ডাকিনী, যোগিনী এবং মহাদেব মূর্তির হাত-মাথা ভেঙে পড়ে থাকতে দেখে প্রথমে মন্দির কমিটির সভাপতি মন্টু চন্দ্র মন্ডলকে ও পরে থানায় খবর দেয়। পরে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাসেম ও সিরাজদিখান থানা পুলিশ এসে তা পরিদর্শন করে। এদিকে ১০ দিনের ব্যবধানে জেলার ২টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, একটি চক্র এই ন্যক্কারজনক কাজ গোপনে করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তা শনাক্তের জন্য। আশা করছি দ্রুত এসব সন্ত্রাসীকে আটক করা হবে। তবে আতঙ্কের কিছু নেই। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমরেশ নাথ।

banglapost24.com

No comments:

Post a Comment