রংপুর, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রংপুরে মন্দিরের রাধা-গোবিন্দ মূর্তি ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে |
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাশু কুকরুল পূর্বপাড়ার ওই মন্দিরে ভোররাতে আগুন দেয়া হয়।
সকালে এই মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে, বলেন তিনি।
মন্দিরের সেবক দিলীপ রায় বলেন, “ফজরের আজানের কিছু আগে পোড়া গন্ধে আমার ঘুম ভেঙ্গে যায়। উঠে দেখি মন্দিরের ভেতরে আগুন জ্বলছে। আমার চিকারে এলাকাবাসী এসে আগুন নেভায়।”
রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
ক্ষতিগ্রস্ত মন্দিরটি দেখে ফিরে এসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনার কলি এটি মেরামতের জন্য আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সভাপতি বনমালী পাল।
তিনি বলেন, মৌলবাদী জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা জরুরি সভা করে এ ঘটনার প্রতিবাদ জানাব।”
তিনি প্রাশাসনের কাছে রংপুরের সব মন্দিরের নিরাপত্তা নিশ্চিত কারার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment