নীলফামারীতে প্রতিমা ভাংচুর

নীলফামারী, প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারী সদরে একটি কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।


বুধবার রাতের কোনো এক সময় কে বা কারা সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ কালী মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করে।

নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ প্রতিমা ভাংচুরের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পূজা উদযাপন পরিষদের পক্ষে মন্দির চত্বরে প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুর রহমান রিন্টু ও টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment