হাটহাজারীর ঘটনায় আট শতাধিকজনকে আসামী করে পৃথক দুটি মামলা

চট্টগ্রাম হাটহাজারীতে হিন্দু মন্দিরে মুসলমানদের হামলা সড়ক অবরোধচট্টগ্রাম,(সিএইচটিনিউজ টোয়েন্টিফোর ডটকম):- হাটহাজারীতে মন্দির ভাংচুর ও অবরোধের ঘটনায় ১৪৪ ধারার জারির পর ‘অজ্ঞাতপরিচয়’ আটশতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। হাটহাজারি থানায় উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন শনিবার সকালে এ দুটি মামলা দায়ের করেন। হাটহাজারী থানার ওসি সামিউল আলম জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে একটি এবং সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলার অভিযোগে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নন্দীর হাট এলাকায় লোকনাথ সেবাশ্রম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ভক্তরা ঢোল বাজালে একটি মসজিদের মুসল্লিরা তাদের নিষেধ করে। এক পর্যায়ে মিছিলের পেছন দিকে ঢিল ছোড়া হয়। তখন শোভাযাত্রা থেকে পাল্টা একটি ঢিল ছুড়লে তর্কাতর্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর বৃহস্পতি ও শুক্রবার হাটহাজারী উপজেলা সদর ও নন্দীরহাটে কয়েকটি মন্দির ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে। হিন্দুরা বলছেন, একটি গুজবের ওপর ভিত্তি করে মন্দিরে হামলা ও ভাংচুর চালানো হয়। স্থানীয় মুসলিমরা বলছে, হিন্দুরা বিনা উস্কানিতে প্রথমে তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে মসজিদে হামলার জন্য দায়ীদের শাস্তির দাবিতে শুক্রবার দিনভর চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোব্ধ লোকজন। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শুক্রবার বিকেল থেকে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

www.chtnews24.com

No comments:

Post a Comment