নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ নবেম্বর ॥ নড়াইলের লোহাগড়ায় তিন সন্তানের জননী এক সংখ্যালঘু গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার নারান্দিয়া গ্রামের গৃহবধূ ডাঙ্গাবাতাসী গ্রামে মামাবাড়িতে বেড়াতে গিয়ে কীর্তন গান শুনতে গেলে এ ঘটনার শিকার হন।
জানা গেছে, গত ২১ নবেম্বর গণধর্ষণের ঘটনা ঘটলেও বিচার-সালিশের নামে কালক্ষেপণ করায় শুক্রবার রাতে লোহাগড়া থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূর ভাই প্রশান্ত বালা বাদী হয়ে এ মামলা করেন। এলাকার লোকজন ধর্ষকদের আটক করলেও স্থানীয় ইউপি সদস্য ও অন্য মাতবররা তাদের ছেড়ে দেন। এ মামলা করার পর আতঙ্কে রয়েছে পরিবারটি। আসামিরা হলো ডাঙ্গাবাতাসী গ্রামের নান্নু মিয়া, সনেট মোল্যা, নাজমুল খান, রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিন, সোহাগ, বিলাল হোসেন, ভারু মিয়া, সালাউদ্দিন ও হাজীপাড়া বাতাসী গ্রামের রাসেল ঠাকুর। ধর্ষিতার মামা সজল বিশ্বাস জানান, কীর্তন মেলায় গান শুনতে গিয়ে শেষ রাতে মেলার পাশে প্রাকৃতিক কাজ সারতে গেলে মেলার পাশের মাঠে নিয়ে গিয়ে নয় নরপশু তাকে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে। পরে এলাকার লোকজন ধর্ষকদের পাঁচজনকে ধরে ফেলে। স্থানীয় মেম্বর কামরুজ্জান মোলস্না ও অন্যান্য মাতবর তাদের ছেড়ে দেন। বিচার-সালিশের নামে ইউপি মেম্বর-চেয়ারম্যান ও কয়েকজন মাতব্বর তাদের থানায় মামলা করতে নিষেধ করেন। এখন তারা হুমকি দিচ্ছে।
সূত্র: দৈনিক জনকণ্ঠ
No comments:
Post a Comment