নিজস্ব সংবাদদাতা, নীলফামারী, ২ নবেম্বর ॥ নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকায় হিন্দু সমপ্রদায়ের মন্দিরের দেবোত্তর সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে রক্ষা ও ভূমিদস্যুদের হুমকির প্রতিবাদে বুধবার সকালে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ৫ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু শহরে বিক্ষোভ মিছিল ও স্থানীয় চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ কর্মসূচী শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। চৌরঙ্গি মোড়ে মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমাবেশে মন্দিরের সভাপতি রামকৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুধীরচন্দ্র রায়, শরৎচন্দ্র রায়, হরলাল রায়, সুধাংশু কুমার রায় ও বিনয় কৃষ্ণ রায়। বক্তারা বলেন, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়ে ১ একর ২৫ শতক জমির বৈধ মালিকানায় হিন্দু সমপ্রদায়ের গৌড়ীয় মিশন নামে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে শতাধিক বছর ধরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে এলাকার ভক্তরা। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি গ্রামের হামিদুল ইসলাম, বেলাল উদ্দিন শাহ এবং ইটাখোলা গ্রামের আইনুল খানের ছেলে শাহিনুর আলম ও আমিন আলী ওই মন্দিরের দেবোত্তর সম্পত্তির ১ দশমিক ২৫ একর জমি ভুয়া দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে আসছে। আন্দোলনকারী গৌড়ীয় মিশনের সভাপতি রামকৃষ্ণ রায় অভিযোগ করেন, তারা জাল দলিলের মাধ্যমে এ জমি ক্রয় দেখাচ্ছে। তাদের জাল দলিল ও এসএ রেকর্ডের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি আরও বলেন, হামিদুল ইসলাম ও তার লোকজন আইনগতভাবে এ জমি পাবে না নিশ্চিত হয়ে আমাকে ও মন্দিরের অন্য ভক্তদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং যে কোন মুহূর্তে মন্দিরের জমি দখল করার ঘোষণা দিয়েছে।
দৈনিক জনকণ্ঠ, ০৩ নভেম্বর, ২০১১ লিংক
No comments:
Post a Comment