লেখক: ইত্তেফাক রিপোর্ট | বুধ, ১২ অক্টোবর ২০১১, ২৭ আশ্বিন ১৪১৮
চট্টগ্রাম শহরের পাথরঘাটা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার রাতে সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ায় আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটার জলিলগঞ্জে গঙ্গাবাড়ির মোড়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, বিকেলে জেলেপাড়া ও বংলাশ রোডের দুইদল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে রাতে উভয় পাড়ার বয়োজ্যেষ্ঠরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা লাঠিসোঠা ও ইটপাটকেল নেয়ে পরস্পরের ওপর হামলা চালায়।
এ সময় ইটের আঘাতে একটি সংবাদ সংস্থার সাংবাদিক এবং একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানসহ অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইত্তেফাক, ১২ অক্টোবর, ২০১১। লিংক
আরও জানতে দেখুন। http://hinduismsite.ucoz.com/blog/2011-10-12-342
dui paRa na bolen hindu muslim er majhe mara mari
ReplyDelete3 ta mondir bhanghur hoise