বিরল-বিরামপুরে প্রতিমা ভাংচুর

দিনাজপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজার দেড় সপ্তাহ আগে দিনাজপুরের বিরল ও বিরামপুরে মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মন্দির কমিটির সদস্যরা।

বিরল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ক্ষেত্র মোহন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে রেল স্টেশন কালী মন্দিরে নির্মিত দুর্গা প্রতিমাসহ অন্যান্য প্রতিমার মাথা ও হাত খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া যায়।

মন্দিরের পাশের একটি বাগানের পাহারাদার সবুজ এ ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে মন্দির কমিটি।

ক্ষেত্র মোহন বলেন, বৃহস্পতিবার গাছ কাটার জন্য সবুজকে মন্দির কমিটির লোকজন ভর্ৎসনা করায় তিনি প্রতিমা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

বিরল থানার উপপরিদর্শক মোহাম্মদ ফেরদৌস জানান, মন্দির কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে সবুজকে আটক করা হয়েছে। তবে সবুজ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এদিকে বিরামপুর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার দিউড় ইউনিয়নের শালকুরিয়া গ্রামে স্থাপিত দুর্গা মন্দিরে রাতের কোনো এক সময় অজ্ঞাত দুস্কৃতকারীরা প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায়।

মন্দির কমিটির আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩৬ ঘ.

http://bdnews24.com/bangla/details.php?id=171703&cid=2

No comments:

Post a Comment