January 9, 2011
জিনিউজ বিডি ডট কম : রাজধানীর বকশিবাজার ঢাকেশ্বরী মন্দিরে রোববার ভোররাতে ডাকাতরা প্রায় ২শ’ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা মন্দিরের মূল প্রবেশপথের তালা ভেঙ্গে দেবির অঙ্গ থেকে ২শ’ ভরি স্বর্ণালঙ্কার, ৬ ভরি রূপা ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়।
মন্দির কর্তৃপক্ষ জানান, ডাকাতি হওয়া মালামালের মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, ভোররাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরের প্রবেশপথের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং দেবির দেহ থেকে ২শ’ ভরি স্বর্ণালঙ্কার, ৬ ভরি রূপা ও নগদ ৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে মন্দির কর্তৃপক্ষ তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। ডাকাতির ঘটনায় সকাল থেকেই মন্দিরে পূজা বন্ধ করে দেয় সেবায়েতরা।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা নগরীর জয়কালি ও সবুজবাগের কালি মন্দির থেকে একই কায়দায় দেবির দেহ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সব চুরির ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
খবর: জিনিউজ
No comments:
Post a Comment