সমকাল ডেস্ক
নীলফামারীর ডিমলা, পিরোজপুরের মঠবাড়িয়া, সাতক্ষীরার কলারোয়া ও মানিকগঞ্জের দৌলতপুরে পূজামণ্ডপে পৃথক হামলা, ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নীলফামারী : মন্দিরের পূজা উৎসব কমিটির দ্বন্দের জের ধরে সোমবার নীলফামারীর ডিমলা উপজেলার শালহাটি সাতজান রথবাজার মন্দিরের পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করতে গিয়ে একজন আহত হয়েছেন।
মঠবাড়িয়া : রোববার রাতে মহানবমীর আরতি চলাকালে উপজেলার তুষখালী বাজারে দুর্গা পূজামণ্ডপে দর্শনার্থী মেয়েদের ওপর আখের ছোবড়া নিক্ষেপকে কেন্দ্র করে স্থানীয় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পূজা ৪/৫ ঘণ্টা বন্ধ থাকে। উপজেলা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. গোকুল চন্দ্র সাহা জানান, রাত সাড়ে ৮টার দিকে কিছু উচ্ছৃঙ্খল যুবক মেয়েদের লক্ষ্য করে আখের ছোবড়া নিক্ষেপ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ওই উচ্ছৃঙ্খল যুবকদের দু'জনকে ধরে ফেলে। এ সময় দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
কলারোয়া : রোববার রাতে উপজেলার চন্দনপুর পূজামণ্ডপে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মহিলাদের শ্লীলতাহানি ঘটিয়েছে। এ সময় মাতাল অবস্থায় প্রতিমা ভাংচুরের চেষ্টা চালালে মণ্ডপের নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তারক্ষীদের মারধর করে।
মানিকগঞ্জ : দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের বিনোদপুর এলাকায় দুষ্কৃতকারীরা একটি কালীমন্দিরের কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে। রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। মূর্তি ভেঙে ফেলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দৌলতপুরের খলসি ইউনিয়নের বিনোদপুর এলাকার খেলার মাঠের কাছে ফাঁকা জায়গায় স্থাপিত সর্বজনিন কালীমন্দিরে গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতকারী মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে।
সমকাল, ২৯ সেপ্টেম্বর, ২০০৯
No comments:
Post a Comment