জেলার দেবহাটা উপজেলার কলাবাড়ি এলাকায় ভূমিহীনদের দখল করে নেয়া সংখ্যালঘুদের প্রায় দেড়'শ বিঘা রেকর্ডীয় জমি দখল করার ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে নেয়া সমঝোতা চেষ্টা ব্যর্থ হওয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বৃহস্পতিবার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও জমির মালিকদের সম্পত্তি ফেরত দেয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়াসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
ভূমিহীনদের বিরুদ্ধে ব্যক্তি রেকর্ডীয় সম্পত্তি দখল করার অভিযোগ বিষয়ে জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলি নুর খান বাবুলের কাছে জানতে চাইলে দখলের বিষয়টি তার জানা ছিল না বলে জনকণ্ঠকে জানান। এটি মালিকদের রেকর্ডীয় সম্পতি হলে ফেরত দেয়া হবে উল্লেখ করে বাবুল বলেন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে তারা বিষয়টি জটিল করেছে। দেবহানা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, সংখ্যালঘুদের রেকর্ডীয় সম্পত্তি ভূমিদস্যুদের একটি গ্রুপ দখল করে নিয়েছে। রাজনৈতিকভাবে মীমাংসার চেষ্টা সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, একটি মহল মহাজোট সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জমি দখলের ঘটনা স্বীকার করে বৃহস্পতিবার বিকালে জনকণ্ঠকে বলেন, কোন প্রাণহানী যেন না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ৩০ মার্চ রাতে জেলার দেবহাটা উপজেলার কলাবাড়িয়া এলাকায় ৩/শ ৫০ বিঘা জমি দখল করে নেয় ভূমিহীনরা। দখলদারদের দাবি এই জমি সরকারী খাস সম্পত্তি এবং এটি জালজালিয়াতির মাধ্যমে এলাকার মনোরঞ্জন মুখার্জী ও সুভাষ ঘোষসহ ৪ ভাই দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। তারা দীর্ঘদিন ধরে এই জমি বিক্রির নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েও জমি লিখে দেয়নি। তাই তারা এই জমি দখল করে নিয়েছে। অন্যদিকে জমির মালিক সুভাষচন্দ্র ঘোষসহ তার ৪ ভাই প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে দেয়া অভিযোগে উল্লেখ করেছে, ১৯৬৩-৬৪ সালে তাদের পিতা সুশীলকর্মকারের নিকট থেকে কবলা দলিল মূলে ২৮ একর ৬৮ শতক জমি ক্রয় করে। তাদের ৫ ভাইয়ের নামে ২৮ একর ৬৮ শতক ও ১৫ একর ৫৬ শতকসহ মোট ৪৪ একর ১৪ শতক জমি দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডীয় সম্পত্তি ও এই জমির খাজনা পরিশোধ রয়েছে। অভিযোগ ভূমিহীন নামধারী সন্ত্রাসীরা গত ৩০ মার্চ রাতে লাঠিয়াল নিয়ে এই জমি দখল করে চিংড়িঘের লুট করে নেয়। তারা প্রশাসনের কাছে আবেদন করেও সহযোগীতা না পেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে ভূমিহীনদের এই জমি দখলের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠ, ৩ এপ্রিল, ২০০৯
দু:খজনক। এই আমাদের জীবন, এই প্রিয় বাংলাদেশে।
ReplyDeleteহি, হি, হা, হা, হো, হো
ReplyDelete