নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া, ২ এপ্রিল।।
ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের মধ্যে তীব্র উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সংখ্যালঘুরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ জন্য তারা প্রশাসন ও সরকারের জররী হস্তক্ষেপ কামনা করেছে। বৃহস্পতিবার পৈরতলা দাড়িয়াপুরে গেলে সংখ্যালঘুরা প্রশ্ন করে 'আমাদের কি বাঁচতে দেবেন না'। এদিকে বুধবারের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এরা হলো- জালাল মিয়া, পিতা- মৃত কাশেম আলী; নাজিম, পিতা-জালাল; আলী মিয়া, পিতা-কাশেম আলী; শের আলী, পিতা-কাশেম আলী; সোহেল মিয়া, পিতা-অজ্ঞাত, রাব্বিল কায়েস, পিতা-সোলমান। মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। এতে করে সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রভাবশালী মহল জোর করে মামলা প্রত্যাহারের চেষ্টা করছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ এমরানুর রেজা বলেন, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেফতার করা উচিত। জেলা আওয়ামী লীগের নেতারাও এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন। এদিকে সন্ত্রাসীদের গ্রেফতার, নির্যাতন বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা ও চাঁদাবাজির প্রতিবাদে বৃহস্পতিবার সংখ্যালঘুরা শহরের বর্ডার মাছ বাজার বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।
দৈনিক জনকণ্ঠ, ৩ এপ্রিল, ২০০৯
No comments:
Post a Comment