নৌকায় ভোট দেয়ায় পুরোহিতকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ জানুয়ারি।।

নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর বালক ব্রহ্মচারী কালী মন্দিরের পুরোহিত বালক ব্রহ্মচারীকে মোবাইল ফোনে হুমকি দেয়া এবং বৃহস্পতিবার রাতে মন্দিরের স্বর্ণালঙ্কারসহ পুজোর সরঞ্জাম চুরি হয়েছে। পুরোহিত বালক ব্রহ্মচারী জানান, তিনি স্থানীয়ভাবে গরিব-দুঃখীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের তিনি প্রকৃত মানবদরদীদের ভোট দেয়ার কথা বলেছিলেন। নির্বাচনের পর ৩০ ডিসেম্বর অজ্ঞাত ব্যক্তিরা তাকে মোবাইলে অকথ্য ভাষায় গালাগালি করে নৌকায় ভোট দেয়া বা ভোট চাওয়ার অপরাধে মেরে ফেলার হুমকি দেয়।

জনকণ্ঠ,
০৩ জানুয়ারি, ২০০৯

1 comment:

  1. এর থেকে বোঝা যায় যে বাংলাদেশে গনতন্ত্র বলে কিছু নেই। ভারতে এসে শিখে যান।

    ReplyDelete