সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস।।
নির্বাচনের দিন চট্টগ্রামের ফটিকছড়িতে সংখ্যালঘুদের বাড়ীঘর পুড়িয়ে দেয়া ও পাবনা-১ আসনে সংখ্যালঘুদেরকে আটকে রেখে ভোটদানে বিরত রাখার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মনিরুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মেহেদী হাসান বিপুল, মিঠুন সমাদ্দার, সবুজ সাহা বক্তব্য রাখেন।

দৈনিক জনকণ্ঠ, ০২ জানুয়ারি, ২০০৮

1 comment:

  1. খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মুসলিম ভাইয়েরা হিন্দুদের জন্য মানববন্ধনে অংশগ্রহন করেছেন তাদের ধন্যবাদ জানাই।

    ReplyDelete