চাঁদপুর প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি নিরীহ সংখ্যালঘু পরিবারের ওপর অত্যাচারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ফরিদপুর পৌর এলাকার চরহোগলার ওয়াজিউল্লাহ পাটওয়ারীর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বিশ্বেশ্বর দাসের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
গত ১৫ ডিসেম্বর দুপুরে ওয়াজিউল্লাহ ও তার ছেলেরা আদালতের নিষেধাজ্ঞা থাকা একটি বাগান থেকে সুপারি পাড়তে গেলে তাদের বাধা প্রদান করতে এগিয়ে আসে বিশ্বেশ্বর দাস ও তার ছেলে রবীন্দ্র চন্দ্র দাস। এ সময় ওয়াজিউল্লাহ, তার ছেলে ও বাড়ির লোকজন তাদের মারধর করে। এতে বিশ্বেশ্বর দাস ও রবীন্দ্র চন্দ্রসহ কয়েকজন আহত হন। পরে বিশ্বেশ্বর দাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে পুলিশ ওয়াজিউল্লাহর পরিবারের ৩ মহিলাকে গ্রেফতার করে। কিন্তু ওয়াজিউল্লাহ পাটোয়ারী ও তার ছেলেকে আটক করতে পারেনি। এ ব্যাপারে ঘটনার তদন্তকারী দারোগা মাহাবুবের সঙ্গে কথা বলে তিনি জানান, ওই পরিবার দুটির মধ্যে জমিজমা নিয়ে বহুদিনের বিরোধ চলছে।
সমকাল, ১৪ জানুয়ারি, ২০০৯
No comments:
Post a Comment