জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজৈর উপজেলার দিলীপ কুমার বণিক নামে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছাদেক আলী শিকদার জামিনে মুক্তি পেয়ে ঐ সংখ্যালঘু পরিবারকে দেশত্যাগ ও হত্যার হুমকি দিচ্ছে। ফলে দিলীপ বণিকের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনসহ নিজ বাড়িতে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। সন্ধ্যার পরে পরিবারের কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না।
জমি নিয়ে বিরোধ
শনিবার সংখ্যালঘু পরিবারের পক্ষে এ অভিযোগ করা হয়। মামলার বিবরণ ও অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিবচর উপজেলার পশ্চিম নিলখী পালপাড়া গ্রামের ছদিক আলী শিকদারের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জন দুর্বৃত্ত পার্শ্ববর্তী রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের স্কুল শিক্ষক দিলীপ কুমার বণিকের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির কর্তা দিলীপ বণিক ও তার স্ত্রী পান্না রাণী বণিক, গৃহবধু কল্যাণী বণিক এবং নমিতা বণিককে বেদম মারপিট করে। সন্ত্রাসীরা ঘটনার সময় ঐ বাড়ির ৩ ঘর থেকে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার, থালা-বাসন, কাপড়-চোপড়সহ প্রায় ৮ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী বাড়ির আহত ৩ মহিলাসহ ৪ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করে। ঐ দিনই কবিরাজপুর ফাঁড়ির পুলিশ ছাদেক আলী শিকদারকে গ্রেফতার করে। এ ঘটনায় ২ জানুয়ারি দিলীপ বণিক বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেছে। বাদীর অভিযোগ, ৪ জানুয়ারি ১ নং আসামি ছাদেক শিকদার জামিনে মুক্তি পেয়ে ঐ সংখ্যালঘু পরিবারকে দেশত্যাগ না করলে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকি দিচ্ছে। এদিকে মামলার আসামিরা পুলিশের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
দৈনিক জনকণ্ঠ, ১১ জানুয়ারি, ২০০৯
No comments:
Post a Comment