পটুয়াখালী প্রতিনিধি
জেলার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের সংখ্যালঘু এলাকায় রোববার মধ্যরাতে চারদলীয় জোটের কর্মী-সমর্থকরা হামলা চালায় এবং মারধর করে। এ সময় বাধা দিতে গেলে দশমিনা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সঞ্জয় চন্দ্র দাস (৪০), ছাত্রলীগকর্মী তাহদিল ইসলাম সুমন (২৪), জহিরুল ইসলাম মৃধা এবং আনোয়ার হোসেন মৃধা আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ মোতায়েন করায় সেখানকার পরিস্থিতি এখন শান্ত।
সমকাল, ৩০ ডিসেম্বর, ২০০৮
No comments:
Post a Comment