শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
উপজেলার বরমী বাজারের কোষাদিয়া গ্রামে দুই সংখ্যালঘু তরুণী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় একই গ্রামের জালাল উদ্দিন ও আলাল উদ্দিনের বখাটে ছেলে শারফুল (২৩) ও পারভেজ (২৫) অস্ত্রের ভয় দেখিয়ে দুই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও ধর্ষকরা গ্রেফতার না হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্ক বিরাজ করছে সংখ্যালঘু পরিবারগুলোতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোষাদিয়া গ্রামের এ দুই তরুণী নিজেদের বাড়িতে দর্জির কাজ করে। শনিবার সন্ধ্যায় তারা স্থানীয় বরমী বাজারে সুতা কিনতে যায়। বাড়ি ফেরার পথে তাদের দু’জনকে শারফুল ও পারভেজ জাপটে ধরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে পার্শ্ববর্তী সুতিয়া নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তাদের ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে তাদের চিৎকারে লোকজন উদ্ধার করে পুলিশে খবর দেয়। রাতেই এ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়।
পুলিশ ধর্ষকদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। নির্বাচনের আগে ধর্ষণের এ ঘটনায় কোষাদিয়ার হিন্দু পরিবারগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো বরমী বাজার এলাকায়।
সমকাল, ২৯ ডিসেম্বর, ২০০৮
No comments:
Post a Comment