নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ, গত ১৫ দিনে স্থানীয় সন্ত্রাসীরা চারবার ভক্তদের ওপর হামলা চালায়। চুরি হয় একটি গাড়ি।
আশ্রম কমিটির নেতারা বলেন, গত সোমবার নারায়ণগঞ্জ থেকে আসা লোকনাথভক্তদের একটি মাইক্রোবাস আশ্রমের পাশের সড়কে পার্কিং অবস্থায় চুরি হয়। মাইক্রোবাসের যাত্রী নিপা রানী ধর জানান, তিন দিনেও মাইক্রোবাসটি উদ্ধার হয়নি।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, গত ৪ অক্টোবর চাঁদপুর জেলার নতুন বাজার থেকে আসা লোকনাথভক্তদের একটি বাসে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালালে ১৫ জন গুরুতর আহত হন। সন্ত্রাসীরা ভক্তদের বহনকারী বাসটিও ভাঙচুর করে। এ ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
এ ছাড়া গত শুক্র ও শনিবার কয়েকজন ভক্তকে সন্ত্রাসীরা মারধর করে। আশ্রম কমিটির সহসভাপতি সঞ্জিত কুমার বলেন, এসব কারণে ভক্তরা আতঙ্কে আছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ‘আশ্রমে সাম্প্রতিক কিছু সন্ত্রাসী ঘটনা ঘটেছে তা সত্য। তবে আমরা ইতিমধ্যে এলাকার পাঁচজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি।’
প্রথম আলো, ০৯ অক্টোবর, ২০০৮
No comments:
Post a Comment