ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি পূজামণ্ডপে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পুলিশ, আনসারসহ ৫ জন আহত হয়েছে। গত সোমবার রাতে শহরের কান্দিপাড়ার আনন্দ বাবুর বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পাওয়ার হাউস রোডের কানা মান্না, অমিত ও রাশেদের নেতৃত্বে ১৫/২০ জনের সশস্ত্র সন্ত্রাসী দল গত সোমবার রাত আনুমানিক পৌনে ১০টায় ওই পূজামণ্ডপে গিয়ে অশ্লীলভাবে নাচতে থাকে। এ সময় তারা মেয়েদের সঙ্গেও অশোভন আচরণ করে। স্থানীয় যুবকরা এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয়। এ সময় কর্তব্যরত পুলিশ ও আনসার এগিয়ে গেলে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কনস্টেবল আবদুল মতিন, আনসার সদস্য দুলাল, পূজার্থী বিজনকর, তপন চৌধুরীসহ ৫ জন আহত হন। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ পূজার্থীরা তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ আবদুল হাই, পুলিশ সুপার লুৎফুর রহমান মণ্ডল ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সাধারণ সম্পাদক সুভাষ পালসহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন। এ ঘটনায় আনসার সদস্য দুলাল বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। পুলিশ ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত শামীম, দীপঙ্কর, সালেক, শামসুদ্দীনসহ অপর এক যুবককে গ্রেফতার করেছে।
সমকাল, ৮ অক্টোবর, ২০০৮
No comments:
Post a Comment