নোয়াখালীতে মন্দিরে ভাংচুর, তদন্ত কমিটি

নোয়াখালী প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করবে জেলা আইনজীবী সমিতি।

বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি বি. ইউ. এম কামরুল ইসলামকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক কাজী কবির আহমদকে সদস্য সচিব করে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি কমিটি গঠন করা হয়।

জেলা আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সমিতির এক তলবি সভা থেকে বেগমগঞ্জের রাজগঞ্জসহ সারাদেশে জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়।

এর পরপরই দুর্বৃত্তরা বেগমগঞ্জের রাজগঞ্জে মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment