মুন্সীগঞ্জে মন্দিরে আগুন, ভাংচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট হরিশ রাজবংশীর বাড়িতে মন্দিরের ২টি মূর্তি ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়েছে। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, মন্দিরে থাকা বিশ্বকর্মা ও হাতির ২টি মূর্তি শুক্রবার গভীর রাতে কে বা কারা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। মাটি এবং খড় দিয়ে তৈরি মূর্তি ২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মন্দিরের কোন ক্ষতি হয়নি। সকালে ধোঁয়া দেখে পানি দিয়ে বাড়ির লোকজন আগুন নেভায়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী জানান, বিশ্বকর্মা ও তার বাহন হাতি ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় সনাতন ধর্মীয় লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তবে ওসি জানিয়েছেন, মন্দিরটির গেট খোলা ছিল। এ সুযোগেই ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, মধ্য বয়সী এক পুরুষ পাগল শুক্রবার থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল। ভোর ৫টায় স্থানীয় এক ব্যক্তি তাকে ভেজা কাপড়ে সর্বশেষ দেখতে পান। তবে পাগলই এই ঘটনা ঘটিয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment