নাটোরে তারকেশ্বর শিবমন্দিরে হামলা সেবাইতকে মারধর

নাটোর প্রতিনিধি
সন্ত্রাসীরা নাটোর রাজবাড়ির তারকেশ্বর শিবমন্দিরের সেবাইতকে গত রোববার রাতে মারধর করেছে। এ সময় তারা সেবাইতকে মন্দির থেকে বের করে দেয় এবং প্রতিমা ভাঙচুর করে।
সদর থানা সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে নয়টায় শহরের ওপর বাজার মহল্লার আরিফুর রহমান ও দুলু ঘোষ নামের দুই যুবক রাজবাড়ির তারকেশ্বর শিবমন্দিরে ঢুকে মন্দিরের সেবাইত গোবিন্দ চন্দ্র দাস ওরফে সাধুবাবাকে চড় মারেন এবং মন্দির থেকে বের করে দেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর কাছ থেকে মন্দিরের চাবি নিয়ে নেন এবং প্রতিমা ভাঙচুর করেন। খবর পেয়ে ওই রাতেই সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
ততক্ষণে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গতকাল সোমবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে আসেন এবং হিন্দু সন্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরেনর ঘটনা ঘটবে না বলে আশ্বাস দেন। গত সোমবার দুপুর পর্যন্ত ওই মন্দিরে পূজা বন্ধ ছিল।
গোবিন্দ চন্দ্র বলেন, 'কেন সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, তা বলতে পারব না।' অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাঁদের মতামত জানা যায়নি।

প্রথম আলো, ১৭ মে, ২০১১

No comments:

Post a Comment