শেরপুর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
![]() |
শেরপুর শহরে স্থানীয় সংসদ সদস্যের বাড়ির পাশের একটি মন্দিরে প্রতিমা ভাংচুর হয়েছে |
শুক্রবার রাতে মাধবপুর পূজা মন্দিরে সরস্বতী প্রতিমা ভাংচুর হয় বলে মন্দির কমিটি পুলিশকে জানিয়েছে।
মাধবপুর এলাকায় মন্দিরের কাছেই আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিকের বাড়ি।
গত ৭৭ বছর ধরে এই মন্দিরে হিন্দু সম্প্রদায় পূজা অর্চনা করে আসছে।
মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার পাল সাংবাদিকদের বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রতিমা ভাংচুরের এই ঘটনা ঘটানো হয়েছে।
তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
যুদ্ধাপরাধের বিচারের রায়েকে কেন্দ্র করে দেশব্যাপী জামায়াতে ইসলামীর তাণ্ডবের মধ্যে কয়েকটি স্থানে হিন্দুদের ওপর হামলা ও মন্দির ভাংচুর হয়।
প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকালে শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিমের নেতৃত্বে একদল পুলিশ সকালে মাধবপুর পূজা মন্দিরে যান।
ওই দলের সদস্য এসআই ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, “যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment