বাগেরহাটে দুই মন্দিরে আগুন

বাগেরহাট প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট সদর ও চিতলমারী উপজেলায় মঙ্গলবার রাতে দুটি কালীমন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


একটি মন্দিরের প্রতিমার কিছু ক্ষয়ক্ষতি হলেও অপরটিতে তেমন হয়নি বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

সদরের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু বলেন, রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত শীতলাতলা কালীমন্দিরের বারান্দায় আগুন দেয়। গ্রামবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। 

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আগুনে মন্দিরের বারান্দার কিছু অংশ পুড়ে গেছে। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।

চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের কুড়ালতলা গ্রামের উত্তরপাড়া সার্বজনীন কালীমন্দিরের সভাপতি অনন্ত কুমার কীর্ত্তনীয়া বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দরজায় তালা দেয়া এই মন্দিরের বাইরে থেকে সম্ভবত লাঠির সাহায্যে ভেতরে থাকা প্রতিমায় আগুন দেয়।

এতে শিব ও কালীপ্রতিমার পরনের শাড়ি, মাথার চুল ও উপরের সামিয়ানা পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চিতলমারী থানার ওসি মোল্লা মনিরুজ্জামান বলেন, মন্দির কমিটির লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শুক্র ও শনিবার মোরেলগঞ্জ উপজেলায় একটি মন্দিরের প্রতিমায় আগুন দেয় এবং একটিতে ভাংচুর চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment