সাতকানিয়ায় মন্দিরে আগুন

By  Sharif Ullah Babu

চট্টগ্রামের সাতকানিয়া সদর উপজেলার নাথপাড়ায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দুর্বৃত্তরা উপজেলার ১ নম্বর রূপকানিয়া ওয়ার্ডের নাথপাড়া ক্ষেত্রপাল মন্দিরে আগুন দেয়।

সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মন্দিরের পুরোটাই পুড়ে গেছে।

এ সময় তারা ক্ষেত্রপাল বিগ্রহ মূর্তি ভাংচুর করে এবং দানবাক্সের টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

মন্দিরে আগুন দেয়ার বিষয়টি স্বীকার করে সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বলেন, আগুনে মন্দিরের বিভিন্ন কিছু পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা।

দুই উপজেলায় সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে পুলিশসহ ছয়জন।

গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরকর্মীরা সাতাকনিয়া উপজেলার চরতী সুইপুরা কালী মন্দির, বাজালিয়া ঋষিধাম মন্দির গেইট ও সুইপুরা বৌদ্ধ মন্দিরে ভাংচুর করেছিল।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment