ধুনট (বগুড়া) প্রতিনিধি | তারিখ: ০৬-১০-২০১১
বগুড়ার ধুনটে পূজামণ্ডপের তোরণ ভাঙচুর করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই তরুণকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। তোরণ ভাঙচুরের ঘটনায় পূজা কমিটির সভাপতি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া চৌধুরীবাড়ী পূজামণ্ডপে পূজা চলাকালীন স্থানীয় ১০-১২ জন তরুণ সেখানে গিয়ে বসতে চান। এ সময় পূজা কমিটির লোকজন তাঁদের বসতে দিতে অপারগতা প্রকাশ করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে বেরিয়ে এসে মণ্ডপের সামনের তোরণ ভাঙচুর করতে থাকেন। খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি পুলিশের সহযোগিতায় শিমুলবাড়ী গ্রামের দুলাল মিয়া (২২) ও গোসাইবাড়ী গ্রামের সয়বর রহমান (২১) নামের দুই তরুণকে আটক করেন। আদালত তাৎক্ষণিকভাবে তাঁদের তিন মাস করে কারাদণ্ড দেন।
এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বেলাল হোসেন, আপেল মাহমুদ, রকিব নামের তিন যুবকসহ অজ্ঞাত আরও ছয়-সাতজনের বিরুদ্ধে পূজা কমিটির সভাপতি হরিয়া চৌধুরী থানায় মামলা দায়ের করেছেন।
ধুনট থানার পরিদর্শক (ওসি) তোজাম্মেল হক জানান, পূজামণ্ডপের তোরণ ভাঙচুরের ঘটনায় ওই দুই তরুণকে ভ্রাম্যমাণ আদালত তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া পূজা কমিটির সভাপতি তিনজনসহ অজ্ঞাত ছয়-সাতজন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে বুধবার (গতকাল) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রথম আলো, ০৬ অক্টোবর, ২০১১ । লিংক
No comments:
Post a Comment