বরিশাল ব্যুরো
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামায়াত নেতার নেতৃত্বে এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাংচুরের পর এবার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ অগি্নসংযোগের ঘটনা ঘটেছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সঞ্জীব চন্দ্র বাইন। কোতোয়ালি থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সঞ্জীব চন্দ্র বাইন জানান, চরমোনাই ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল সিকদারের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী বুধবার ঈদের দিন তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা শুক্রবার গভীর রাতে তাদের রান্নাঘরে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক কমলেশ চন্দ্র হালদার জানান, হামলা-ভাংচুরের কিছুটা সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে জামায়াত নেতা মোজাম্মেল সিকদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছেলে মোঃ রাসেল জানান, বাইন বাড়ির পাশে তার বাবা বেশ কয়েক বছর আগে একখণ্ড জমি ক্রয় করেন। ওই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সেখানে বাইন বাড়ির লোকজন পুকুরের মাছ ধরে এবং ফলদ গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় তাদের ফাঁসানোর জন্যই এমন নাটক সাজানো হয়েছে বলে মোঃ রাসেল দাবি করেন।
সমকাল, ২২ নভেম্বর, ২০১০, লিংক
No comments:
Post a Comment