চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় শনিবার রাতে একটি হিন্দু মন্দিরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়।
ঘটনার পর এলাকার হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার লোক জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির সংলগ্ন মুসলমান পাড়ার মো. মাসুদের নেতৃত্বে ৫/৬ জন তরুণ মন্দিরের লোহার গেট ও কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিবলিঙ্গ, ঘট, নারায়ণ মূর্তি ও আসবাবপত্র ভাংচুর করে।
গোসাইলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের পাড়ার 'সন্ত্রাসী' মাসুদের নেতৃত্বে ৫/৬ জন তরুণ মদ্যপ অবস্থায় মন্দিরে ঢুকে ভাংচুর চালায়।
ঘটনার পরপরই বন্দর থানার ওসি রেজাউল করিম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনাস্থলে যান।
ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০০৩০ ঘ.
সাব্বাস, এই না হলে মুসলমান।
ReplyDeleteMusalmaan holo shuarer paal...shuorder motoi bongsobridhdhhi kore prithibi-r boha barachchhe
ReplyDelete