সিলেট অফিস
বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে জমির মালিকানাসংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার সকালে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘর, ও মূর্তি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে শেখরুল আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে আবদুল্লাপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি।
এদিকে অভিযুক্ত শেখরুল ইসলামের ভাই সাহাব উদ্দিন বলেন, 'বাবা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় দেখেন রাস্তায় একটি ঘর রয়েছে। বাড়িতে এসে আমাদের বললে আমরা সেটি ভেঙে ফেলি।'
সিলেটের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) আবদুল কাদির ঘটনাস্থল পরিদর্শন করে কালের কণ্ঠকে বলেন, 'এটি খুবই দুঃখজনক ঘটনা। এ রকম ঘটনা ঘটতে দেওয়া যায় না।
সূত্র: কালের কণ্ঠ
No comments:
Post a Comment