মাসুদ চৌধুরী, সিলেট থেকে:
সিলেট নগরীর টিলাগড়ের গোপালটিলায় মণ্ডপে সন্ত্রাসী হামলায় দেয়ালী পূজা পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহত কার্তিক রায়কে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। গোপালটিলা সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে শনিবার রাত ১টায় পূজা শুরু হয়। এসময় সশস্ত্র একদল যুবক মণ্ডপে গিয়ে কমিটির সদস্যদের গালাগাল করে। একপর্যায়ে তারা ভোগ মন্দিরে ঢুকে পড়ে। এসময় রান্না-বান্নায় নিয়োজিত ঠাকুর জিতেন্দ্র চক্রবর্তীর মাথায় তারা আঘাত করে। পুলিশ ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূজা কমিটির উপদেষ্টা সজল কর পুরকায়স্থ জানান, হামলার সময় মন্দিরস্থলে পুলিশ ছিল। পূজারীরা আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় মন্দিরে অনেক শিশু, মহিলা ও বৃদ্ধ ছিলেন। সজল কর আরো জানান, পূজাস্থলের ভিন্ন ধর্মাবলম্বী যুবকদের উপস্থিতির কারণে পূজা সংশ্লিষ্ট পণ্যাদি অসুচি হয়ে যাওয়ায় তারা পূজা বন্ধ করতে বাধ্য হন।
সূত্র জানায়, সর্বজনীন পূজা কমিটির সভাপতি হিসেবে পিংকু দেব ও সম্পাদক হিসেবে রঞ্জন দাশ দায়িত্ব পালন করছেন। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, পূজা মণ্ডপে হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। সম্পাদনা: শাহজাহান কমর
আমাদের সময়, ১৯ অক্টোবর, ২০০৯
No comments:
Post a Comment