বরিশালে হরিজন পল্লী ও প্রকৌশলীর বাসায় হামলা

জেলা বার্তা পরিবেশক, বরিশাল

ঈদ উপলক্ষে ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বরিশাল শহরে হরিজন পল্লীতে বুধবার রাতে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে। অন্যদিকে উৎকোচ হিসেবে ইলিশ মাছ না রাখায় এক ঠিকাদার প্রকৌশলীর বাসায় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

শহরের কাউনিয়া হরিজন পল্লীর বাসিন্দারা জানিয়েছে, স্থানীয় কতিপয় যুবক ঈদের কথা বলে হরিজনদের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

দাবিকৃত টাকা না পাওয়ায় বুধবার রাতে চাঁদাবাজরা পল্লীতে হামলা চালায়। স্থানীয় যুবক সুজা জানিয়েছে, রমজান মাসে হরিজন পল্লীতে মাদক বিক্রি করতে বাঁধা দেয়ায় হরিজনরা তাদের উপর হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ১টায় কাউনিয়ার স্থানীয় একদল যুবক ও হরিজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে। বহিরাগতরা হরিজনদের ঘরেও হামলা চালিয়েছে। কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ

No comments:

Post a Comment