প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)
করিমগঞ্জে ছিনতাইয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে। ফের হামলার আশঙ্কায় সংখ্যালঘু পরিবারটি ভীত-সন্ত্রসত্দ হয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামের সুধাংশু বমর্ণের ছেলে নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী পরিমল বর্মণ (২৮) রোববার রাত সাড়ে ১০টায় বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে উত্তর রৌহা গ্রামের জনৈক সাত্তারের বাড়ির সামনে এলাকার চিহ্নিত অপরাধীরা অস্ত্রের মুখে জিম্মি করে ১টি দামি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। ব্যবসায়ী পরিমল তাদের চিনতে পেরে সোমবার সকালে এক ছিনতাইকারীর চাচাতো ভাই দ্বীন ইসলামকে ঘটনাটি জানিয়ে মালামাল ফেরত দাবি করেন। এতে ৰিপ্ত হয়ে সোমবার দুপুরে মতিউর রহমান (২২), জহির (২৩) ও জসিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী পরিমলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ব্যবসায়ী পরিমল বাড়িতে না থাকায় তার বৃদ্ধ মা সুরবানা (৬৫) ভাঙচুরে বাধা দিতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে মারধর করে গর্তে ফেলে দেয়। প্রায় ১ ঘণ্টা সন্ত্রাসীরা ভাঙচুরের তা-ব চালিয়ে ঘরের সুকেস, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় সুরবালা (৬৫), সনত্দোষ চন্দ্র বর্মণ (৩০), চন্দন বর্মণসহ কয়েকজন আহত হয়েছে। সন্ত্রাসীদের তা-বে আশপাশের লোকজন দাঁড়িয়ে দেখলেও ভয়ে কেউই প্রতিবাদ করেনি। এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
সংবাদ, ৮ জুলাই ২০০৯
No comments:
Post a Comment