প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরে একটি সংখ্যালঘু পরিবার প্রতিবেশীর হামলার ঘটনায় মামলা করে হুমকির মুখে পড়েছে। পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোহন লাল রবিদাস প্রতিবেশী আবদুল হকের এক শিশুকে বেয়াদবি করায় চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল ও তার ছেলেসহ আরও ৪/৫ জন নিয়ে মোহনলাল হরিদাসকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত মোহনলালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোহনলালের ছোট ভাই নন্দলাল রবিদাস গত ১০ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় একটি মামলা করেন। মামলা দায়ের করার পর আসামিরা সংখ্যালঘু পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংখ্যালঘু পরিবারের লোকজন বর্তমানে চরম আতঙ্কের মধ্য দিন কাটাচ্ছে। উল্লেখ্য, আসামি আবদুল হকের বিরদ্ধে থানায় মাদক আইনে আরও মামলা রয়েছে বলে জানা গেছে।
ফেব্রুয়ারি ১৫, ২০০৯, দৈনিক সংবাদ
No comments:
Post a Comment