কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতির ভাই আবুল মনছুর রুবেলের নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতাকর্মী পৌর এলাকার দাসপাড়া গ্রামের বিএনপি কর্মী নিত্যলাল দাসের বাড়িতে হামলা চালান। হামলাকারীদের বেধড়ক মারধরে এ সময় বাড়ির কর্তা নিত্যলাল দাস, তার বৃদ্ধা মা শুভাসিনী দাস, স্ত্রী প্রতিভা রানী দাসসহ ওই পরিবারের ৬ নারী-পুরুষ আহত হন।
সংবাদ, ০৩ জানুয়ারি, ২০০৮
No comments:
Post a Comment