নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলার কালীমন্দির থেকে পিতলের ২২টি পুরোনো মূর্তি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। গতকাল রোববার সকালে মন্দিরের সেবায়েত বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানান।
পুলিশ জানায়, গতকাল মন্দিরের সেবায়েত অর্পণ চক্রবর্তী পিতলের ওই ২২টি মূর্তি না থাকার কথা লিখিতভাবে থানায় জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে মন্দিরে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে এ ব্যাপারে একটি চুরির মামলা তালিকাভুক্ত করা হয়।
মামলার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিরজ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
অর্পণ চক্রবর্তী জানান, শনিবার রাতে মন্দিরে মূর্তিগুলো দেখা গেছে। সকালে মন্দিরে ঢুকে তিনি দেখেন মূর্তিগুলো নেই। মূর্তিগুলো দুর্লভ এবং প্রায় শত বছরের পুরোনো। এগুলোর বাজারমূল্য ২০ লাখ টাকার বেশি হবে বলে তাঁর ধারণা।
প্রথম আলো, ০৫ জানুয়ারি, ২০০৮
No comments:
Post a Comment