লোহাগড়ায় হিন্দু পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, আটক ১

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি গ্রামে এক হিন্দু পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। বুধবার দাবিকৃত চাঁদার টাকার চেক নেওয়ার অভিযোগে পুলিশ সারুলিয়া গ্রামের আবুল কালাম আজাদ (২৮) নামে এক সন্ত্রাসী চাঁদাবাজকে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসুপটি গ্রামের সমীর কুমার দাসের কাছে মঙ্গলবার পার্শ্ববর্তী সারুলিয়া গ্রামের সন্ত্রাসী বাদশা কাজী এবং আবুল কালাম আজাদ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। সমীর কুমার প্রাণের ভয়ে বুধবার অগ্রণী ব্যাংক, লোহাগড়া শাখায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি চেক বাদশা কাজীকে প্রদান করেন।

ব্যাংক বন্ধ থাকায় সন্ত্রাসীরা টাকা তুলতে না পেরে তাকে নগদ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে সমীর কুমার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

সমকাল, ০২ জানুয়ারি, ২০০৮

No comments:

Post a Comment