মামলা করায় হত্যার হুমকি
সংবাদদাতা, শ্রীপুর, ২৮ ডিসেম্বর।।শ্রীপুরে রীতিমতো ফিল্মী কায়দায় সংখ্যালঘু দু'যুবতী ধর্ষিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই যুবতীকে রাস্তা থেকে তুলে নিয়ে দুই সন্ত্রাসী উপর্যুপরি ধর্ষণ করেছে। এ ঘটনায় এলাকার শতাধিক সংখ্যালঘু পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় মামলা হলেও ধর্ষক কেউ গ্রেফতার হয়নি। বরং মামলা করায় ধর্ষিত সংখালঘু দু'যুবতীকে হত্যারও ঘোষণা দিয়েছে সন্ত্রাসীরা।
পুলিশ, র্যাব ও স্থানীয় লোকজন জানান, শ্রীপুরের সংখ্যালঘু অধ্যুষিত বরমীর কোষাদিয়ার সুনীল বর্মণের ষোড়শী কন্যা নীপা বর্মণ ও স্বর্গবাসী সঞ্জীব চট্টোপাধ্যায়ের অস্টাদশী কন্যা শেফালী চট্টোপাধ্যায়কে বাড়ির অদূরে বরমী বাজার থেকে ফেরার ফতে একই এলাকার জালাল উদ্দিনের পুত্র শারফুল (২৩) ও আলাল উদ্দিনের পুত্র পারভেজ (২৫) প্রকাশ্যে ছোরা ঠেকিয়ে তুলে নিয়ে যায়। চিহ্নিত দু'সন্ত্রাসী বানার নদীর তীরে বগলী বটগাছ সংলগ্ন এলাকায় যুবতীদ্বয়কে উপর্যুপরি ধর্ষণ করে। সন্ত্রাসীদের চলে যাওয়ার পর আশপাশের সংখ্যালঘু মানুষজন যুবতীদ্বয়কে উদ্ধার করে। শনিবার মধ্যরাতে এ ঘটনায় মামলা হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ধর্ষিত দু'যুবতীকেই হত্যার হুমকি ঘোষণা দিয়েছে। এতে এলাকায় শতাধিক সংখ্যালঘু পরিবারে আতঙ্ক বিরাজ করছে। তবে শ্রীপুরের ওসি এসএম মঞ্জুর কাদের জানিয়েছেন, এলাকায় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্ষক সন্ত্রাসীদের ধরতেও পুলিশ ও র্যাবের জোর তৎপরতা চলছে।
দৈনিক জনকণ্ঠ, ২৯ ডিসেম্বর, ২০০৮
No comments:
Post a Comment