নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ আসনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তার পরাজয়ের মহৃলে যেসব কারণ কাজ করেছে, এর মধ্যে অন্যতম হলো- এ আসনের প্রায় প্রত্যেকটি ভোটকেন্দ্রে হিন্দু প্রিসাইডিং অফিসার ছিলেন। এছাড়া হিন্দু আনসারও ছিল। যা নির্বাচনে ফলাফল বিপর্যয়ে প্রভাবিত করেছে। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ জানালেও কোনো ভূমিকা নিতে পারেননি বলে জানান। প্রসঙ্গত এ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী কবিরুল হক মুক্তির কাছে ১৩ হাজার ৪৯ ভোটে পরাজিত হন।
সমকাল, ৩১ ডিসেম্বর, ২০০৮
No comments:
Post a Comment