।। নিউইয়র্ক থেকে মাহমুদ খান তাসের ।।
যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশীদের এক সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ একটি বড় রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলে আসন্ন সাধারণ নির্বাচনে এই ‘বর্ণচোরা ও সাম্প্রদায়িক’ অপশক্তিকে ভোট দানে বিরত থাকার জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি সমর্থিত সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনো সংখ্যালঘুদের সাথে কোন কাজ করেনি। দলটির প্ররোচনায় যুদ্ধপূর্ব বাংলাদেশের হিন্দুরা ভারতে পালিয়েছিল আবার যুদ্ধোত্তর বাংলাদেশে সেই দলের নেতা-কর্মীরাই তাদের জমি-জিরাত ও সহায়-সম্বল গ্রাস করেছে।
বরিবার সন্ধ্যায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন সিংহ। সভাপতিত্ব করেন রনধী বড়ুয়া। রনধী বড়ুয়া বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ নামের যে সংগঠনটি বড় গলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বুলি কপ্চায় তা একটি ঘোর সাম্প্রদায়িক সংগঠন। ভারতে যখন মুসলমান হত্যা হয়, বর্ণ হিন্দুদের পুড়িয়ে মারে, খ্রিস্টান ও বৌদ্ধদের লাঞ্ছনা করা হয় তখন সংগঠনটি ‘রা’ করে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ বড়ুয়া, অজিত কর্মকার ও রানা বড়ুয়া।
ইত্তেফাক, ২৩ ডিসেম্বর, ২০০৮
No comments:
Post a Comment