সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
উল্লাপাড়ায় গত রোববার কীর্তন উৎসবের শোভাত্রাযাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত দল গঠন করেছে। তদন্ত দল গতকাল বুধবার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে।
গত রোববার শোভাযাত্রায় কাদাপানি ছোড়ার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিজ্ঞান কলেজের ছাত্রদের সংঘর্ষ ও কালীমূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম রফিক আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অপর সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজাউল কবীর।
পৌরসভার ঝিকিড়া মহল্লায় সংঘটিত এ সংঘর্ষে ছাত্র, শিক্ষক, পুলিশ ও হিন্দু ধর্মাবলম্বীদের ৩০ জন আহত হয়। এ সময় ভবানী মন্দিরের কালীমূর্তিসহ ১০টি দোকান ভাঙচুর করা হয়। এতে পাঁচ দিনের জন্য কলেজ বন্ধ করে দেওয়া হয়।
হিন্দু নেতাদের আনা প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আয়েশা তাঁর পদ থেকে মঙ্গলবার বিকেলে পদত্যাগ করেছেন। কলেজ পরিচালনা পর্ষদ পদত্যাগপত্র গ্রহণ করে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউর রহমানকে অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে বলে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর জানান।
প্রথম আলো, ২০ নভেম্বর
No comments:
Post a Comment