গোপালগঞ্জ শহরের সাহাপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে গত শুক্রবার রাতে মূর্তি ভাঙচুর করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে তৈরি গণেশ, কার্তিক, সরস্বতীর হাঁস, মহিষাসুর ও সাপ গতকাল শনিবার সকালে ভাঙা অবস্থায় দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ভজন সাহা জানান, শুক্রবার রাতে বৃষ্টির সময় লোকজনের আনাগোনা কমে গেলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
সাহাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা টুটুল জানান, গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পূজামন্ডপের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ করেছেন।
প্রবীর কুমার রায় বলেন, দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে সব পূজামন্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
প্রথম আলো, ২৮ সেপ্টেম্বর, ২০০৮
ঐ শয়তানগুলির হাত পা ভেঙে দেওয়া উচিত।
ReplyDelete