বগুড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস।। বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক জামায়াত নেতার হুমকি ও হামলার মুখে বসতভিটা হারানোর শঙ্কায় অসহায় হয়ে পড়েছে এক সংখ্যালঘু পরিবার। জামায়াত নেতা তার ক্যাডার বাহিনী নিয়ে বেড়া ও প্রাচীর তুলে অসহায় পরিবারটির ভূসম্পত্তি গ্রাসের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। তবে জামায়াত নেতা আজাদুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগ করা হয়েছে, উপজেলার মাদলা গ্রামের স্বপন কুমার কুণ্ডুর প্রায় সাড়ে ১৫ শতক জায়গা প্রভাবশালী জামায়াত নেতা দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছে। ইতোপূর্বে কিছু জমি দখলও করেছে আজাদুর রহমান। গত বছর জামায়াত নেতা জোরপূর্বক ঐ জায়গায় গাছ কেটে প্রাচীর নির্মাণ করে। এ ছাড়া জামায়াত নেতা রাস্তার ওপর ঘর তুলে চলাচলও বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টে জায়গা দখল ও জোরপূর্বক প্রাচীর নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। চলতি বছরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এই রিপোর্ট দাখিল করেন। পরবর্তী উপজেলা প্রশাসন জামায়াত নেতা আজাদুর রহমানকে দখল ছাড়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। অভিযোগ করা হয়েছে, এ পরিস্থিতিতে ৬ সেপ্টেম্বর জামায়াত নেতা তার ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক আবার জায়গা দখলের জন্য হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। স্বপন কুমার কুণ্ডু তার পরিবারেরর নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে সাংবাদিক সম্মেলনে জানান, জামায়াত নেতার নির্যাতনের কারণে মাদলা গ্রামে পরিবার নিয়ে বাস করতে তিনি শঙ্কিত হয়ে পড়েছেন। অপরদিকে জামায়াত নেতা আজাদুর রহমান জানায়, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। সে নিজে নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেছে।

দৈনিক জনকণ্ঠ, ১৪ সেপ্টেম্বর, ২০০৮

No comments:

Post a Comment