দৈনিক জনকণ্ঠ, ১৮ আগস্ট, ২০০৮
নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ আগস্ট।। ভোলার চরফ্যাশন উপজেলায় শনিবার স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে ক্যাডাররা ব্যর্থ হয়ে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়েছে। ক্যাডাররা তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করেছে। এ সময় তাদের হামলায় ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ক্যাডারদের ব্যবহৃত মাইক্রোবাসসহ একজনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোপূর্বেও ক্যাডাররা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও মামলার বাদী স্বপন কুমার দেবনাথ জানান, চরফ্যাশন পৌরসভার শরীফপাড়া এলাকার পার্থ সারথীর বাড়িতে শনিবার ভোররাতে ক্যাডাররা স্বপন কুমারের স্কুলপড়ুয়া কন্যা গীতাকে অপহরণ করার জন্য হামলা চালায়। অপহরণ করতে ব্যর্থ হয়ে ওই বাড়িতে ভাংচুর করে ঘরের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় রিনা রাণী, শ্রী কৃষ্ণ, দীপক, শ্রী কৃষ্ণ দেবনাথের স্ত্রীসহ ৮ জন আহত হয়। হামলা চলাকালে বাড়ির লোকজনের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু তাদের ব্যবহৃত মাইক্রোবাস ফেলে যাওয়ায় গাড়িসহ চালককে পুলিশ আটক করে। জানা যায়, ২০০৭ সালের ১ ডিসেম্বর সন্ত্রাসী জাকির ও তার বাহিনী স্বন কুমারের স্কুল পড়ুয়া কন্যা গীতা রানীকে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পুলিশ পরে গীতা রানীকে উদ্ধার করে। ওই ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি অপহরণ মামলা এখনও চলছে। এ মামলায় আসামীদের সাজা নিশ্চিত হবে বুঝতে পেরে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল তারা। মামলা প্রত্যাহার না করায় জাকির বাহিনী আবার দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটিয়েছে। বর্তমানে সংখ্যালঘু পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তবে এ ব্যাপারে জাকিরের কোন বক্তব্য পাওয়া যায়নি।
No comments:
Post a Comment