১৯৭১ সালে পাকিস্তানী বর্বরদের হাতে রমনা কালীমন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। সাথে সাথে সেখানে অবস্থানরতম পূজারীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার ধ্বংসপ্রাপ্ত মন্দিরকে পুনর্গঠনে কোনরকম সহায়তা করে নি। বরং তাৎক্ষণিক মালিকানা না থাকার সুবাদে মন্দিরের ধ্বংসাবশেষগুলোকে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ফেলে। জায়গাটি থেকে মন্দির বা কোনরকম কংক্রিটের অবকাঠামোর চিহ্ন সম্পূর্ণরকম মুছে ফেলে।
মুক্তিযুদ্ধের অব্যাবহিত পূর্বে ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রমনার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। ঐ ভাষণকালীন তোলা একটি ছবিতে দূরে রমনা কালীমন্দিরকে দেখা যাচ্ছে (নীল রঙে চিহ্নিত)।
No comments:
Post a Comment